বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চায়না দুয়ারি জালে ধ্বংস দেশীয় মাছ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে মাছ শিকারে অবাধে ব্যবহার করা হচ্ছে চায়না দুয়ারি। পদ্মা নদীসহ বিভিন্ন খাল-বিলে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি পেতে ধ্বংস করা হচ্ছে দেশি প্রজাতির ডিমওয়ালা মাছসহ নানা প্রজাতির জলজ প্রাণী। সংশ্লিষ্টদের নাকের ডগাতেই সারা বছরই চলে এ ধ্বংসযজ্ঞ। চরভদ্রাসনে চায়না দুয়ারির ইতিহাস খুব বেশি পুরনো নয়। ২০১৫ সালের দিকে চরভদ্রাসনে প্রথমে অল্পবিস্তর এ চায়না দুয়ারির ব্যবহার শুরু হয়। ধীরে ধীরে এর ব্যবহার বাড়তে থাকে এবং হারিয়ে যেতে থাকে বাঁশের তৈরি দুয়ারি।

সর্বশেষ খবর