শিরোনাম
বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

হিলি বন্দরে জিরা খালাস বন্ধ

হিলি প্রতিনিধি

জিরার শুল্কায়ন মূল্য প্রায় দ্বিগুণের মতো বাড়ানোয় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকৃত জিরা বন্দর থেকে খালাস করছেন না বন্দরের জিরা আমদানিকারকরা। এতে আট দিন ধরে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে আটকা পড়ে আছে ১২০০ টন জিরা। বাড়তি মূল্যে শুল্কায়নের ফলে এসব জিরা খালাস করলে লোকশান গুনতে হবে যার কারণে জিরা খালাস বন্ধ রেখেছেন দাবি বন্দরের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের। বাড়তি মূল্য কার্যকর হলে দাম আরও বাড়ার আশঙ্কা তাদের। নতুন শুল্কায়ন মূল্যেই জিরা খালাস নিতে হবে দাবি কাস্টমসের। হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহিনুর রেজা বলেন, দেশের বাজারে জিরার দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি করা হচ্ছে। অন্যান্য দেশ থেকে জিরা আমদানিতে সময় লাগে এক থেকে দেড় মাস পর্যন্ত। কিন্তু পাশের দেশ ভারত থেকে জিরা আমদানিতে সময় লাগে মাত্র এক সপ্তাহ। যার কারণে ভারত থেকে জিরা আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা।

সর্বশেষ খবর