বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

৯৯৯-এ ফোন, জিম্মিদশা থেকে মুক্তি পুলিশ কর্মকর্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

৯৯৯-এ ফোন করে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার হলেন ঢাকা মেট্রোপলিটনের এক পুলিশ কর্মকর্তা। গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশের এসআই এমদাদুল হক যশোরের মনিরামপুরের কাটাখালি এলাকার মুনছুর আলীর ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটনের ওয়ারী থানায় এসআই পদে কর্মরত। ভুক্তভোগী এমদাদুল হক জানান, ১৯৭৬ সালে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের দেলপাড়া মৌজায় প্রতিষ্ঠিত হয় পাগলা উচ্চ বিদ্যালয়। সম্প্রতি বিদ্যালয়ের পাশে আমার ৫ শতাংশ জমি নিজেদের দাবি করে সাইনবোর্ড স্থাপন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পেরে বুধবার প্রতিবাদ করেন জমির ক্রয়সূত্রে মালিক দাবি করা এসআই এমদাদুল হক। এ সময় বিদ্যালয়ের ছাত্রদের একটি অংশ তাকে ধাওয়া দিলে পাশের সিসিলি কমিউনিটি সেন্টারের ছাদে অবস্থান নেন। জরুরি সেবা ৯৯৯- এ ফোন করলে ফতুল্লা থানা পুলিশ তাকে উদ্ধার করে। ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম জানান, ‘এমদাদুল হক জমি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে এখানে এসেছিল। আমরা অবরুদ্ধ অবস্থা থেকে তাকে উদ্ধার করেছি।’

সর্বশেষ খবর