শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

২১ বছর পর পুনরায় চালু রেশম কারখানা

ঠাকুরগাঁও প্রতিনিধি

২১ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঠাকুরগাঁওয়ের রেশম কারখানা। যার নতুন নাম দেওয়া হয়েছে সুপ্রিয় রেশম কারখানা। গতকাল প্রধান অতিথি হিসেবে কারখানা উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন। বাবলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ। দুই মাস আগে রেশম বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে কারখানাটি লিজ নেয় সুপ্রিয় গ্রুপ। রেশম উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে, ১৯৭৫-৭৬ অর্থবছরে শহরের গোবিন্দনগর এলাকায় নির্মাণ করা হয় কারখানাটি। জাতীয়করণ করা হয় ১৯৮১ সালে। ২০০২ সালে সরকার লোকসানের অজুহাতে বন্ধ করে দেয় রেশম কারখানাটি।

সর্বশেষ খবর