শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সড়ক সংস্কারে ধীর গতির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সড়ক সংস্কারে ধীর গতির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক সংস্কারে ধীরগতি এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। দেড় মাস ধরে সংস্কারের নামে সড়কের ওপর ইটের খোয়া ফেলে রাখায় দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এতে পথচারীদের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে নিম্নমানের ইটের খোয়া ও পুরাতন ইট ব্যবহার করছেন ঠিকাদার। জুন মাসে কাজ শেষ করার কথা থাকলেও এখনো অর্ধেক কাজ হয়নি। এতে ওই সড়ক ব্যবহারকারীরা পড়েছেন ভোগান্তিতে। ঠিকাদারি কাজটির দায়িত্বে সরকার দলীয় লোক হওয়ায় কেউ নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করার কথা বলতে পারছেন না। বিজয়নগর প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর আউলিয়া বাজার থেকে পাহাড়পুর বাজার পর্যন্ত চেইনেজ ০০ কিলোমিটার থেকে ২৫৭১ মিটার প্রায় আড়াই কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৩২ হাজার ৫৭৭ টাকা। দাদাভাই এন্টারপ্রাইজ কসবা নামের ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি বছরের ৭ মে শুরু করে একই বছরের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময়ের পরেও দুই মাস অতিক্রম হলেও কাজ শেষ হয়েছে মাত্র ৫০ শতাংশ।

স্থানীয় কামালপুর বাসিন্দা মঙ্গল মিয়া বলেন, দেড় মাস ধরে ইটের খোয়া সড়কেই ফেলে রাখা হয়েছে। কাজটি শেষ না করার ফলে সড়কের ইটের খোয়া সড়কে থাকার কারণে একটি রিকশা চলাচল করলে আরেকটি সাইট দিতে গিয়ে প্রায়ই গাড়ি উল্টে যায়। এতে প্রত্যেক দিন চার-পাঁচটি দুর্ঘটনা ঘটে। শান্তামোড়া স্কুল এলাকার মাওলানা জাকির হোসেন বলেন, সড়কটিতে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করার হচ্ছে। এসব নিম্নমানের মালামাল ব্যবহার করলে সড়কটি বেশি দিন টিকবে না। সড়কের সাইটের ইটের খোয়া ও বালি রাখার ফলে পাথচারীদের চলাচলে বিগ্ন ঘটছে। সরকার দলীয় লোক কাজটি করার ফলে কেউ কথা বলতে চাচ্ছে না কিন্তু দুর্ভোগ তো আমাদেরই সহ্য করতে হচ্ছে। পাহাড়পুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুরমা আক্তার বলেন, সড়কটি ঈদের আগে অল্প কাজ করে ফেলে রাখা হয়েছে আর কাজ করে না। আমরা স্কুলে আসাসহ প্রাইভেট পড়তে গেলে প্রায়ই দেখি দুর্ঘটনা ঘটে। ট্রাক্টর চালক কামাল হোসেন বলেন, ঠিকাদার বাজারের ঢালাই দেওয়ার সময় ঢালাইয়ে রডের মান ঠিকভাবে না দেওয়ার ফলে কামরুল মেম্বারদের সঙ্গে ঝামেলা হয়েছে। গর্ভবতী মেয়েরা এ সড়ক দিয়ে একবার গেলে পরেরবার বাজার থেকে অন্য সড়ক ব্যবহার করতে হয়। পাহাড়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জিল্লু রহমান খন্দকার বলেন, সড়কটিতে কিছুদিন কাজ করে ফেলে রাখা হয়েছে। সড়কটির ওপরে কাজের খোয়া উঁচু করে ফেলে রাখার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দাদাভাই এন্টারপ্রাইজ কসবার স্বত্বাধিকারী আবদুল আউয়াল বলেন, কাজটি আমার কাছ থেকে সদর ও বিজয়নগর আসনের এমপির পিএস মুসা আনসারি কিনে কাজ করাচ্ছেন। লাইসেন্স আমার নামে হওয়ার কারণে ইঞ্জিনিয়ার অফিস আমাকে কল দিচ্ছেন। আমি মুসা ভাইকে বলেছি দ্রুত কাজটি করে দেওয়ার জন্য। ঠিকাদার মুসা আনসারি বলেন, যারা নিম্নমানের কাজ বলছেন তারা কাজ বুঝেন না। বাজারে ঢালাইয়ের কাজ হয়েছে। ঢালাইয়ের পর এক মাস পরে কাজ ধরতে হয় এ জন্য কাজ করা হচ্ছে না। এক সপ্তাহের মধ্যে কাজটি শেষ করে দেবেন বলে এ ঠিকাদার জানান। বিজয়নগর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া বলেন, ঠিকাদারকে বলা হয়েছে যেন এক সপ্তাহের মধ্যে কাজটি আবার শুরু করে দ্রুত শেষ করেন। সড়কের ওপরে যে খোয়া রাখা আছে সেটি দ্রুত অপসারণের জন্যও বলা হয়েছে। সড়কটিতে নিম্নমানের কাজ হচ্ছে না বলে প্রকৌশলী জানান।

সর্বশেষ খবর