শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নদীপথে থানচি ভ্রমণ সাময়িক বন্ধ

বান্দরবান প্রতিনিধি

টানা তিন দিনের ভারী বর্ষণে শঙ্খ নদের পানি বেড়ে যাওয়ায় বান্দরবানের থানচি উপজেলায় নদীপথ ভ্রমণ সাময়িক বন্ধ রাখা হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও আবুল মনসুর। তিনি বলেন, নদের পানি বাড়ায় নিরাপত্তার স্বার্থে উপজেলায় নৌপথে তিন্দু, রেমাক্রীসহ ভ্রমণ উপযোগী পর্যটন কেন্দ্রে পর্যটক যাওয়া সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে সড়কপথে যাওয়া যায় এমন সব পর্যটন কেন্দ্রে যেতে বাধা নেই। বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণে পাহাড় থেকে পাথরধসে বন্ধ থাকা বান্দরবান-থানচি সড়ক পুনরায় চালু করা হয়েছে। থানচি ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শুক্রবার দুপুরে ধসে পড়া পাথর ও মাটি সরিয়ে নেওয়া হয়।

সর্বশেষ খবর