শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কানের দুলের জন্য শিশুকে হত্যা, ঘাতক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

কানের দুলের জন্য শিশুকে হত্যা, ঘাতক আটক

মাত্র এক আনা ওজনের কানের দুলের জন্য সিরাজগঞ্জের শাহজাদপুরে ফাতেমা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়েছে। ঘাতক নজরুল ইসলামকে আটকের পর পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। নজরুল শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামের আবেদ আলীর ছেলে। শিশু ফাতেমা খাতুন একই গ্রামের সোবাহান আলীর মেয়ে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা জানান, গত ৩১ জুলাই সকালে ঘাতক নজরুল ইসলাম আখ কিনে দেওয়ার কথা বলে ফাতেমাকে নিয়ে যায়। দেড় ঘণ্টা পর শরীরের কাপড় ভেজা অবস্থায় বাড়িতে এসে নজরুল ফাতেমার সন্ধান করে এবং বলে ফাতেমা তার সঙ্গে যায়নি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি ও মাইকিং করে ফাতেমার সন্ধান পায়নি। ২ আগস্ট দুপুরে একই গ্রামের সরদারের স্ত্রী ডলি বেগম ফাতেমার বাড়িতে গিয়ে জানায়, শিয়াল খেতের ভিতর দিয়ে একটি পা নিয়ে যাচ্ছে। ফাতেমার পরিবার পুলিশকে এ ঘটনা জানায়। পুলিশ ওই দিন সন্ধ্যায় মার্জান গ্রামের একটি ঘাসের খেত থেকে ফাতেমার অর্ধগলিত, বাম পা কাটা, হাড়-মাংস ও দুই হাত দুই পাশে ছড়ানো লাশ উদ্ধার করে। এ ঘটনায় ৩ আগস্ট শিশুটির মা মোছাম্মৎ নুরজাহান বেগম বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন। মামলাটি আমলে নিয়ে গত বৃহস্পতিবার রাতে শাহজাদপুর উপজেলার ইসলামপুর ডায়া মোড় এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেফতার করা হয়। আসামির স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি আরও জানান, আটক নজরুল ঢাকায় রিকশা চালাতেন। ৪-৫ বছর আগে মামলার বাদীর বাড়ির পাশে জমি কিনে বসবাস শুরু করেন। ১৫ দিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন। কিন্তু কোনো পেশা না থাকায় সে ঋণগ্রস্ত হয়ে পড়েন। তখন নজরুল ফাতেমার কানে সোনার দুল দেখে তা নেওয়ার পরিকল্পনা করেন। সে পরিকল্পনা অনুযায়ী শিশু ফাতেমাকে আখ কিনে দেওয়ার কথা বলে ঘাস খেতে নিয়ে যান। ভয় দেখিয়ে তার কানের দুল খুলে নেয়। সে সময় শিশু ফাতেমা চিৎকার দিলে সে গলা টিপে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে বাসায় চলে আসে। তিনি জানান, ঘাতক নজরুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, শিশুটির মা বলেন, ফাতেমা পরিবারের তৃতীয় এবং একমাত্র কন্যা সন্তান। তার বাবা সোবাহান শেখ ঢাকায় রিকশা চালান ও আমি মানুষের বাড়িতে কাজ করে খাই। পরিবারের সবার আদরের মধ্যমণি ছিল ফাতেমা। একমাত্র মেয়েকে হারিয়ে পরিবারের সবাই দিশাহারা। তিনি মেয়ের হত্যাকারীর দ্রুত বিচারের জন্য সংশ্লিষ্ট সবার কাছে দাবি জানান।

সর্বশেষ খবর