শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

তাঁত ব্যবসায়ীকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, অবরোধ

পাবনা প্রতিনিধি

তাঁত ব্যবসায়ীকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, অবরোধ

সদর উপজেলার গয়েশপুরে তাঁত ব্যবসায়ী ইলিয়াস হোসেনকে (২৮) হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় মহাসড়কের দুই পাশে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। অবরোধের কারণে পুরো এরাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় এলাকাবাসীর নেতৃত্বে অবরোধের ডাক দেওয়া হয়। পরে গতকাল বাদ জুমা উপজেলার জালালপুরের নতুনপাড়ায় অবরোধ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর গয়েশপুর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই সেখানে উপস্থিত হন। এর কিছুক্ষণ পর আসেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল। তারা অবরোধকারীদের বুঝিয়ে বিক্ষোভ সমাবেশ থামান। ওসি ও ইউপি চেয়ারম্যানের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

প্রসঙ্গত, নিখোঁজের এক দিন পর ৩১ জুলাই সকালে দুই হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় পাট খেত থেকে ইলিয়াস হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পাবনার জালালপুর নতুনপাড়া মহল্লার আবদুল মান্নানের ছেলে।

 

সর্বশেষ খবর