শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

এক দিনে ৮২ হাজার কেজি কাঁচা মরিচ আমদানি

হিলি প্রতিনিধি

দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে অনিয়মিতভাবে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। কিন্তু গতকাল এক দিনেই আমদানি হয়েছে ১৪ ট্রাকে ৮১ হাজার ৮৫৭ কেজি কাঁচা মরিচ। ভারতের বাজারে কাঁচা মরিচের দাম কমায় আমদানিতে পড়তা থাকায় আমদানির পরিমাণ বেড়েছে দাবি আমদানিকারকদের। এ জন্য কাঁচা মরিচের দাম কেজিতে ১০ টাকা করে কমতে শুরু করেছে। দাম কমায় খুশি বন্দরে কাঁচা মরিচ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষজন। হিলি স্থলবন্দরে কাঁচা মরিচ কিনতে আসা মোজাম হোসেন বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দেশি কাঁচা মরিচের দাম এখনো বাড়তির দিকে রয়েছে। তুলনামূলক দাম কম হওয়ায় ও মান ভালো হওয়ার কারণে হিলি স্থলবন্দর থেকে আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচ কিনতে এসেছি। তবে গত কয়েকদিন ধরে স্থলবন্দর দিয়ে অনিয়মিতভাবে কম পরিমাণে কাঁচা মরিচ আমদানি হতো যার কারণে দাম কিছুটা বাড়তি ছিল। গতকাল একদিনেই কাঁচা মরিচ আমদানি হয়েছে যার কারণে দাম কিছুটা কম রয়েছে। আগের দিন যে কাঁচা মরিচ বন্দর থেকে ১০০ টাকা বা ১০৫ টাকায় ক্রয় করেছি সেই কাঁচা মরিচ গতকাল ৯৫ টাকা কেজি দরে কিনেছি। দাম কমায় আমাদের যেমন কিনতে সুবিধা হচ্ছে তেমনি মোকামে সাধারণ মানুষজন কম দামে খেতে পারছেন।

 হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, বৈরী আবহাওয়া, তীব্র গরম ও খড়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের খেত নষ্ট হয়ে দেশি কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে করে দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এমন অবস্থায় সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। আমদানির অনুমতি পাওয়ার পর থেকেই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু করেন আমদানিকারকরা। এ জন্য দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ায় দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। এর ওপর আবহাওয়া অনুকূলে থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে খেত থেকে নতুন কাঁচা মরিচ উঠতে শুরু করায় বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম একেবারে ১০০ টাকায় নেমে আসে। এমন অবস্থায় আমদানিতে পড়তা না থাকায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি কমিয়ে দেন বন্দরের আমদানিকারকরা। এ জন্য বন্দর দিয়ে অনিয়মিতভাবে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। তবে সম্প্রতি ভারতের বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম আগের তুলনায় খানিকটা কমেছে। অপরদিকে দেশের বাজারে কাঁচা মরিচের দাম আগের তুলনায় কিছুটা বাড়তি হয়েছে। যার কারণে আমদানিতে পড়তা হওয়ায় ও দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আবারও বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু করেছেন বন্দরের আমদানিকারকরা। বন্দর দিয়ে গত তিন দিনে নিয়মিত কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। গতকাল এক দিনেই বন্দর দিয়ে ৮১ হাজার ৮৫৭ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। বন্দরে কাঁচা মরিচ ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা আগে কেজিতে ১০ টাকা বাড়তি দামে বিক্রি হয়েছিল। আমদানি অব্যাহত থাকলে কাঁচা মরিচের দাম আরও কমে আসবে ও দাম অস্থিতিশীল হবে না বলেও জানিয়েছেন তিনি। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমদানির অনুমতি পাওয়ায় দীর্ঘ ১০ মাস বন্ধের পর গত ২৬ জুন থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। এর পর থেকেই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর