শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আগুনে গবাদিপশুসহ ঘরবাড়ি পুড়ে ছাই

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় মধ্য রাতে এক আগুনের ঘটনায় গরু-ছাগলসহ ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। আগুনে সাতটি পরিবারের বাড়ি-ঘর, কাপড়চোপড়, আসবাবপত্রসহ পাঁচটি গরু ও ৪/৫টি ছাগল পুড়ে গেছে। গোয়ালঘরের মশা তাড়ানোর কয়েলের আগুন থেকেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে খানসামার খামারপাড়া ইউনিয়নের ট্যানপাড়ায় এ আগুনের ঘটনাটি ঘটেছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। জানা যায়, ওই এলাকার ফজলুর রহমানের গোয়ালঘরে কয়েলের আগুন ছড়িয়ে পড়লে তার বাড়িসহ পার্শ্ববর্তীর আইনুল ইসলাম, আনোয়ার রহমান মজনুর বসতঘর পুড়ে যায়।

মজনু রহমান, ফয়মদ্দিন ও এনছান আলীসহ সাতজনের বাড়ি পুড়ে যায়। এতে তাদের আসবাবপত্র, গবাদিপশু, কাপড়চোপড়ও পুড়ে যায়। এরপর থেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন দরিদ্র ওই পরিবারগুলো। খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গোয়ালঘরের মশা তাড়ানোর কয়েলের আগুন থেকেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুনে পরিবারগুলোর সর্বস্ব পুড়ে তারা নিঃস্ব হয়ে গেছে। কয়েলের আগুন থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজউদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান আগুনের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তা প্রদান করেন।

সর্বশেষ খবর