রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু

টাঙ্গাইল প্রতিনিধি

দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু

যমুনার নদীর ওপর দেশের অন্যতম মেগা প্রকল্প ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর’ নির্মাণকাজ চলছে। সেতুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জের দুই প্রান্তে দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজ। সব মিলিয়ে এই প্রকল্পের প্রায় ৬১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে প্রকল্প কর্মকর্তা জানিয়েছেন। নকশা প্রণয়নসহ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ ব্যয় প্রথমে ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা ধরা হয়েছিল। প্রথম দফা ডিপিপি সংশোধনের পর সেতুর নির্মাণ ব্যয় ৭ হাজার ৪৭ কোটি টাকা বেড়ে প্রায় ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। ২০২০ সালের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ২০২৪ সালের আগস্টের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। টাঙ্গাইল-২ আসনের এমপি তানবীর হাসান ছোট মনির জানান, টাঙ্গাইলবাসীর  স্বপ্নের প্রজেক্ট ইকোনমিক জোন। এ রেল সেতুর উত্তর পূর্ব পাশে ইকোনমিক জোন নির্মাণের জন্য কাজ চলছে। এখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। যে কোনো জায়গা থেকে পণ্য পরিবহন সহজ হবে। কাজের গতি ঠিক থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেতুটি উদ্বোধন করা যাবে।

সর্বশেষ খবর