রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

খাল খননে সেচের আওতায় আসবে ৭ হাজার হেক্টর জমি

মেহেরপুর প্রতিনিধি

খাল খননে সেচের আওতায় আসবে ৭ হাজার হেক্টর জমি

নাগদার খাল এখন পানিশূন্য -বাংলাদেশ প্রতিদিন

এক সময়ের খরস্রোতা নাগদার খাল ভরাট হয়ে এখন মৃতপ্রায়। খালটি খনন করা হলে প্রায় ৭ হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে। খালটি খননের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। জানা যায়, ১০ কিলোমিটার দৈর্ঘ্য এ খালের মুখে পলি জমে ভরাট হয়ে গেছে। এ খালের পানিতে প্রায় ৭ হাজার হেক্টর জমিতে চাষাবাদ হতো। খালের পানি ব্যবহারে দুই ফসলি জমি তিন ফসলিতে রূপান্তর হয়েছিল। দেশীয় মাছের অভয়াশ্রম হিসেবেও পরিচিত ছিল এটি। দীর্ঘদিন সংস্কার না করায় পানির প্রবাহ নেই। ফলে এখন কৃষকদের শ্যালো মেশিনের মাধ্যমে জমিতে সেচ দিতে হয়। চাষিরা জানান, সেচ সুবিধার অভাবে অনেক জমি অনাবাদি থেকে যাচ্ছে। নাগদার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দাল হক বলেন, ২০১৮ সালে ৪০০ মিটার খাল খনন করা হয়। খননকৃত এলাকায় এর সুবিধাও পাচ্ছেন গ্রামবাসী। অবশিষ্ট অংশ খনন করা হলে আবাদি জমির পরিমাণ বাড়বে। স্থানীয় রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু বলেন, এখানে স্লুইস গেটের মাধ্যমে পানি জমিয়ে শুষ্ক মৌসুমে সেচের ব্যবস্থা করা হতো। খালটি খনন না করায় সেটি মরতে বসেছে। খনন হলে দুই সহস্রাধিক কৃষক সুবিধা পাবেন। আবাদের আওতায় আসবে ৭ হাজার হেক্টর জমি। গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ বলেন, খালটি পুনখননের জন্য কাজ করা হচ্ছে। মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, এ খালখনন হলে কৃষক উপকৃত হবে। দ্রুত সময়ের মধ্যে খালখনন করে নাব্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

সর্বশেষ খবর