রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিশ্বনাথে ট্রান্সফরমার চুরির হিড়িক

বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথে ট্রান্সফরমার চুরির হিড়িক

সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হচ্ছে। এতে বিড়ম্বনার শিকার হচ্ছেন গ্রাহকরা। ট্রান্সফরমার চোরদের সঙ্গে সমিতির কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িতের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে কর্তৃপক্ষ। সূত্র জানায়, প্রতি মাসে উপজেলায় ১৫-২০টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। জুলাই মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকার ওপরে। ট্রান্সফরমার চুরি হলেই বিদ্যুৎ বিড়ম্বনায় ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। অর্থদন্ড দিয়ে নতুন ট্রান্সফরমার নিতে হয় তাদের। ভুক্তভোগীদের দাবি, চুরি ঠেকাতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের আরও জোরালো পদক্ষেপ নিতে হবে। পল্লী বিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ সিকদার বলেন, বিদ্যুৎ সেবা দিতে উপজেলার গ্রাহকদের জন্য ২ হাজার ৩০০ ট্রান্সফরমার সক্রিয় আছে। এগুলো থেকে প্রায়ই চুরির ঘটনা আমাদের হতাশ করছে। বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, সম্প্রতি কয়েকটি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরির রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

 

সর্বশেষ খবর