রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

গণপিটুনির ভয়ে ফেরি থেকে নদীতে ঝাঁপ

রাজবাড়ী প্রতিনিধ

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের বরকত নামের রো-রো ফেরি থেকে নদীতে ঝাঁপ দেন বাঁধন মোল্লা (২৯) নামে এক যুবক। পরে ওই যুবককে জীবিত উদ্ধার করেন এক মাছ ব্যবসায়ী। গতকাল বেলা ১১টার দিকে পদ্মা নদীর দৌলতদিয়া প্রান্তে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফেরিঘাটে মাছের ব্যবসা করেন চান্দু মোল্লা। হঠাৎ তিনি দেখেন এক যুবক পদ্মায় ভেসে যাচ্ছেন। দ্রুত ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে তাকে জীবিত উদ্ধার করেন চান্দু। তীরে নিয়ে আসার পর জানা যায়, বাঁধন ফেরিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। গণধোলাই থেকে প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তিনি। বাঁধন বরগুনার তালতলি এলাকার মালেক মোল্লার ছেলে। তাকে দৌলতদিয়া নৌ-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

.দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সিরাজুল করিব বলেন, দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায় রো-রো ফেরি বরকত। সেই ফেরি থেকে নদীতে লাফ দেন বাঁধন। বর্তমানে তিনি আমাদের হেফাজতে আছেন।

সর্বশেষ খবর