রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিয়ের পিঁড়ি থেকে কারাগারে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বিয়ে আয়োজনের অপরাধে করা হয়েছে জেল-জরিমানা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উখিয়া উপজেলার গয়ালমারা নামক এলাকায়। এ সময় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ বরকে সাত দিনের কারাদন্ড এবং বরের চাচা ও কনের বাবাকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা থেকে পাওয়া ফোনের ভিত্তিতে বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক বিয়ের অনুষ্ঠান বন্ধ ও বর মোহাম্মদ রাসেলকে সাত দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বরের চাচা আবুল কালাম ও কনের বাবা সলিমল্লাহকে করা হয় জরিমানা।

সর্বশেষ খবর