রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

থাকবে না ক্রসিংয়ে বিড়ম্বনা সহজ হবে লোড-আনলোড

সৈয়দপুর রেলস্টেশনে বসছে লুপলাইন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

থাকবে না ক্রসিংয়ে বিড়ম্বনা সহজ হবে লোড-আনলোড

সৈয়দপুর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফরম চালু করতে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে লুপলাইন বসানোর কাজ। ইতোমধ্যে প্রায় ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরে পুরোপুরি কাজ শেষ হবে। কাজটি বাস্তবায়ন হলে ট্রেন ক্রসিংয়ে থাকবে না বিড়ম্বনা। রেল ওয়াগনে মালামাল লোড-আনলোড সহজ হবে। লুপলাইন বসানোর কাজে ব্যবহার হচ্ছে বিশ্বমানের কংক্রিটের স্লিপার। স্লিপার ফিটিংসে ব্যবহৃত যন্ত্রাংশও আন্তর্জাতিকমানের। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ল্যাবের ছাড়পত্র পাওয়ার পরই লুপলাইনের কাজে ব্যবহার হচ্ছে এসব যন্ত্রাংশ। নতুন এ লুপলাইনে ছয়টি বিজি (ব্রডগেজ) ক্রসিং পয়েন্ট থাকছে। যাত্রীবাহী রেলকোচ ও মালামাল বহনের ওয়াগন যাতে কোনোভাবেই লাইনচ্যুত না হয় সে জন্য দিনাজপুরের মধ্যপাড়ার পাথর রেললাইনে ব্যবহার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ২ দশমিক ২ কিলোমিটার এ লুপলাইন নির্মাণে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৭ কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আহাদ আহমেদ বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লুপলাইনের কাজ করা হচ্ছে। আশা করছি আসছে ডিসেম্বর মাসেই রেল কর্তৃপক্ষের কাছে লুপলাইন বসানোর কাজ বুঝিয়ে দেওয়া সম্ভব হবে। সৈয়দপুর রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী জানান, লুপলাইন বসানো শেষ হলে স্টেশন ইয়ার্ডের চিত্র পাল্টে যাবে। স্বস্তি মিলবে ট্রেন যাত্রী ও আমদানিকারকদের।

সর্বশেষ খবর