রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইপিজেড কর্মী প্রিয়া খুন

নাটোর প্রতিনিধি

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইপিজেড কর্মী প্রিয়া খুন

কুপ্রস্তাবে  রাজি না হওয়ায় খুন করা হয়েছে ইপিজেড কর্মী ফারজানা আক্তার প্রিয়াকে (২২)। হত্যার ৩ ঘণ্টার মধ্যে পুলিশ জড়িত দুজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- বড়াইগ্রামের মেরিগাছা এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে লকি উদ্দিন ও আবদুল মমিনের ছেলে বুলবুল আহম্মেদ। পুলিশ সুপার কার্যালয়ে গতকাল প্রেস ব্রিফিংয়ে হত্যারহস্য উদঘাটনসহ জড়িত দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ফারজানা আক্তার প্রিয়া পাবনার ঈশ্বরদী ইপিজেডে চাকরি করতেন। তিনি বাড়ি থেকে কর্মস্থলে যাতায়াত করতেন। যাতায়াতের পথে একই এলাকার লকি উদ্দিন প্রতিদিনই প্রিয়াকে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। প্রিয়া তার পরিবারকে বিষয়টি জানালে লকি উদ্দিনকে একাধিকবার এ কাজে নিষেধ করা হয়। লকি ক্ষুব্দ হয়ে প্রিয়াকে হত্যার পরিকল্পনা করে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রিয়া কাজ শেষে বাড়ির উদ্দেশে রওনা হয়। রাত ৮টার দিকে বড়াইগ্রামের কয়েন বাজারে বাস থেকে নেমে আসামি বুলবুল আহম্মেদের ব্যাটারিচালিত ভ্যানে উঠেন তিনি। পথে মশিন্দা বিলের মাঝখানে চৌরাস্তা পৌঁছামাত্র ওতপেতে থাকা লকি উদ্দিনসহ অজ্ঞাত তিন-চারজন ভ্যানের সামনে দাঁড়ায়। তারা জোরপূর্বক প্রিয়াকে ভ্যান থেকে নামিয়ে পাশের ফাঁকা মাঠে নিয়ে ধারালো চাকু দিয়ে মুখ, গলা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।

 মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করে। গ্রেফতার লকি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন। প্রিয়ার বাবা শহিদুল ইসলামসহ পরিবারের লোকজন হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন। বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি- দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর