রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

যুব সমাজের কাছে শেখ কামাল অনুপ্রেরণা : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন স্বাধীন বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র। শেখ কামাল একাধারে দেশ সেরা ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি মনেপ্রাণে দেশীয় সংস্কৃতি লালন এবং চর্চা করতেন। খেলাধুলা, সংগীত, অভিনয়, বিতর্ক, উপস্থিত বক্তৃতা প্রতিটি ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে শেখ কামালের অবদান চিরস্মরণীয়। তিনি ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজিয়েছিলেন। শেখ কামালের জীবন ও আদর্শ সবসময় আমাদের কাছে, বিশেষ করে যুব সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে গতকাল জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ এ কথা বলেন। জেলা প্রশাসক শাকিল আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর