রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

৫০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের যমুনা নদীতে ৫০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলার ১৭ জন সাঁতারু এতে অংশ নেন। গতকাল সকালে সদর উপজেলার ক্রসবার-১ থেকে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে চৌহালী উপজেলার জোতপাড়া ঘাটে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান। এ ছাড়া ক্রীড়া অধিদফতরের উপ-পরিচালক ফেরদৌস আলম, বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক মনিরুজ্জামান, টাঙ্গাইলের ক্রীড়া কর্মকর্তা আল-আমীন, চৌহালী থানার ওসি হারুন অর রশিদ ও খাসকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা দেখতে শত শত লোক নদীতীরে ভিড় জমান। আয়োজকরা জানান, মানুষের মধ্যে সাঁতার শেখার আগ্রহ তৈরি করতেই এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর