সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পদ্মার ভাঙনে হুমকির মুখে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক

কুষ্টিয়া প্রতিনিধি

পদ্মার ভাঙনে হুমকির মুখে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক

পদ্মার ভাঙনে হুমকির মুখে পড়েছে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র যোগাযোগের মাধ্যম কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়ক। সেই সঙ্গে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ ও ভেড়ামারা ৪১০ মে.ও. কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিও ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে তীব্র নদী ভাঙনের কারণে মিরপুর ও ভেড়ামারা উপজেলার নদী তীরবর্তী তিনটি ইউনিয়নের প্রায় ৯ কি.মি. এলাকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে আক্রান্ত তিনটি ইউনিয়নের চারটি মৌজা সম্পূর্ণ এবং আরও তিনটি মৌজার আংশিকসহ প্রায় ১৫ হাজার একর ফসলি জমি, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ সময়মতো প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প (ডিপিপি) বাস্তবায়ন না হওয়ায় বছরজুড়ে ভাঙন অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে।

নদী ভাঙনের সাক্ষী মিরপুর উপজেলার বহলবাড়িয়া গ্রামের কৃষক আজমত আলী বলেন, এক সময় তার জায়গা-জমি সব কিছুই ছিল। কিন্তু গত কয়েক বছরের অব্যাহত নদী ভাঙনে তার সহায়-সম্বল সব কিছুই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নিজের বলতে এখন আর কোনো কিছু নেই। ক্ষতিগ্রস্ত আরেক দিনমজুর ফরিদ শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি বছর ভাঙন শুরু হলেই সরকারি লোকজন দেখতে আসেন। ব্যবস্থা গ্রহণের কথা বলে। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তার দাবি আগে থেকে ভাঙনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এলাকার মানুষের বসতবাড়ি আর ফসলি জমির এমন ক্ষয়ক্ষতি হতো না। ভাঙনের বিষয়ে তালবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হান্নান মন্ডল বলেন শুধু তাঁর ইউনিয়নেরই ৬টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়াও হুমকির মুখে পড়েছে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একমাত্র যোগাযোগের মাধ্যম কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়ক।

সর্বশেষ খবর