সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পাট নিয়ে দুর্ভোগে কৃষক

ঝিনাইদহ প্রতিনিধি

পাট নিয়ে দুর্ভোগে কৃষক

আষাঢ় মাস শেষ, শ্রাবণ মাসের মাঝামাঝি। চলছে বর্ষাকাল। মাঝে মাঝে আকাশ কালো হয়ে মেঘে ঢেকে গেলেও মিলছে না বৃষ্টির দেখা। মাঝেমধ্যে বৃষ্টি হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। কেটে রাখা পাট শুকিয়ে লাল হয়ে যাচ্ছে। পানির অভাবে নিরুপায় হয়ে অনেক কৃষক ডোবা-নালা ও কিছু জমিতে গর্ত করে শ্যালো মেশিনে পানি দিয়ে পাট জাগ দিতে শুরু করেছেন। বাড়তি খরচ হওয়ায় লাভের তুলনায় ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে নতুন পাট। দামও বেশ ভালো। কিন্তু পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে পাটচাষিরা রয়েছের চরম হতাশায়। কৃষি অফিস বলছে, বৃষ্টির পরিমাণ বাড়লে সমস্যা কেটে যাবে। দেখা গেছে, অনেক কৃষক পাট কেটে অপরিষ্কার পানিতে জাগ দিচ্ছেন। এতে পাটের আঁশের রং কালচে হয়ে যাচ্ছে। ফলে কৃষকরা কাক্সিক্ষত দাম না পাওয়ার আশঙ্কায় রয়েছেন।  জানা যায়, মার্চের শেষে পাটের বীজ বপন করা হয়। পাট কাটা শুরু হয় জুনের শেষে। সাধারণত জুন মাসের শেষের দিকে খাল, বিল ও নালা বৃষ্টির পানিতে ভরে যায়। এবার বৃষ্টিপাত কম। বেশির ভাগ খাল-বিল ও নদ-নদীতে নেই পানি। এ কারণে পাট জাগ দিতে সমস্যায় পড়তে হচ্ছে। পাট জাগ দিতে চার-পাঁচ হাত গভীর পানির প্রয়োজন হয়। পাট জাগ দিতে নসিমন বা গরু-মহিষের গাড়িতে করে নিয়ে কয়েক কিলোমিটার দূরে যেতে হচ্ছে কৃষকদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর