সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

লাখ টাকার জালনোট বিক্রি ২০ হাজার টাকায়!

কুমিল্লা প্রতিনিধি

লাখ টাকার জালনোট বিক্রি ২০ হাজার টাকায়!

কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় এক লাখ টাকার জালনোট ২০ হাজার টাকায় বিক্রি করছে একটি চক্র। সেই জালনোট নিম্নবিত্তের কিছু মানুষের মাধ্যমে বাজারজাত করা হয়। এমন একটি চক্র থেকে বরুড়া থানা পুলিশ ২লাখ ৪৫ টাকার জাল নোট উদ্ধার করেছে। এ সময় আটক করা হয় লক্ষ্মীপুরের কমলপুর উপজেলার চর ফলকন গ্রামের কামাল হোসেনের ছেলে মো. আকরামকে (২৪) । গতকাল এই তথ্য জানান বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন। তিনি জানান, ঢাকার একটি চক্র এই টাকা মাঠে ছড়িয়ে দেয়। তাদের ছাপা এত নিখুঁত যে সাধারণ মানুষের তা বুঝার উপায় নেই। বরুড়া থানার এসআই মো. আলী মর্তুজা গোপনে জানতে পারেন, লক্ষ্মীপুর পশ্চিম বাজার সংলগ্ন সালাউদ্দিন হোটেলের সামনে অবৈধ জালনোট ব্যবসায়ী বিক্রয়ের জন্য অবস্থান করছে। পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার হাতে থাকা একটি কাগজের শপিং ব্যাগে পাঁচশত টাকা মূল্যমানের ৪৯০টি জালনোট উদ্ধার করা হয়। আসামি মো. আকরাম জিজ্ঞাসাবাদে জানায়, সে তিন বছর ধরে এই কাজ করছে। অজ্ঞাত ঠিকানার ফারুকের মোবাইল ফোন-০১৮৭৩-৮১৫৯৯২ ও অজ্ঞাত ঠিকানার সিরাজ গাজীর মোবাইল ফোন ০১৮৭২-১৯৮২১১ এর নিকট থেকে সংগ্রহ করা হয়।

সর্বশেষ খবর