সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মাটি-কাদার রাস্তায় চলাচলে দুর্ভোগ

দিনাজপুর প্রতিনিধি

স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও মাটির রাস্তা আজও পাকা হয়নি। কাটেনি মানুষের দুর্ভোগ। দীর্ঘদিন ধরে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে গেলেও আশ্বাস ছাড়া কোনো কাজ হয়নি। বর্ষার সময়ে সামান্য বৃষ্টিতে কাঁচা রাস্তায় কাদার সৃষ্টি হয়। এতে এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং কৃষক প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়েন। এ সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিশেষ করে অসুস্থ রোগীদের দুর্ভোগে পড়তে হয়। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউপির ভাবকী গ্রামের রহিম বখস উচ্চবিদ্যালয় থেকে সিতলাই গ্রাম পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার এ অবস্থা। এ রাস্তা দিয়ে কালাপুকুর, ভাবকী, সিতলাই গ্রামের মানুষ চলাচল করে। এ ব্যাপারে ক্ষুব্ধ এলাকাবাসী মো. আমীন ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থা এ রাস্তার। সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা জমে যায়। এতে এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং কৃষক প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন। অসুস্থ রোগীদের ক্ষেত্রে আরও দুর্ভোগে পড়তে হয়। দীর্ঘদিন ধরে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে গিয়ে কোনো কাজ হয়নি। একই কথা জানিয়ে মো. মিনারুল ইসলাম জানান, বর্ষাকালে রাস্তায় বৃষ্টির পানি জমে কাদা এবং গর্তে সৃষ্টি হয়। ফলে মানুষ চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে।

 বিশেষ করে কৃষিপণ্য পরিবহনে এবং বিদ্যালয়ের শিক্ষার্থী এবং হাটবাজারে যাওয়া পথচারীরা নাজেহাল অবস্থায় পড়ে। এ ব্যাপারে ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু বলেন, জনসংখ্যা বাড়ার ফলে ইউনিয়নের প্রতিটি রাস্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আমার ইউনিয়র পরিষদের প্রতিটি সড়ক পাকাকরণের জন্য আবেদন জানিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। কিন্তু এখনো সাড়া পাইনি।

সর্বশেষ খবর