মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সিদ্ধিরগঞ্জে গ্যাসের সংকট

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। এর ফলে দুর্ভোগে পড়েছে কয়েকটি এলাকার কয়েক হাজার পরিবার। প্রতি মাসে ঠিক সময়ে বিল দিয়েও গ্যাস পাচ্ছে না ভুক্তভোগীরা। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ। তাই অতি শিগগিরই এ সমস্যা সমাধানের দাবি জানাচ্ছে এলাকাবাসী। গতকাল সকালে সরেজমিন দেখা যায়, গ্যাসের অভাবে সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া, সাহেবপাড়া ও রহিম মার্কেট এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছে।  কান্দাপাড়া সাহেবপাড়া বাড়িওয়ালা কল্যাণ সমবায় সমিতির সহসভাপতি শাহ আলম চৌধুরী (সিআইপি) জানান, আমরা দীর্ঘদিন ধরে ঠিকভাবে আমাদের প্রাপ্য গ্যাস প্রাপ্তির জন্য দেনদরবার করে আসছি। ইতোমধ্যে আমরা তিতাস গ্যাসের এমডি, ডিএমডির সঙ্গে একাধিকবার দেখা করে বিষয়টি অবহিত করেছি। আমরা এ বিষয়ে স্থানীয় এমপি এ কে এম শামীম ওসমানের দৃষ্টি আকর্ষণ করছি। হাজার হাজার মানুষ নিয়ে মানববন্ধন করেছি।

তবু আমাদের সমস্যার সমাধান হয়নি। কান্দাপাড়া সাহেবপাড়া বাড়িওয়ালা কল্যাণ সমবায় সমিতির উপদেষ্টা মো. মোফাজ্জল হোসেন বলেন, আমরা অনেকেই লোন করে বাড়ি করেছি। ব্যাংকের কিস্তি দিতে হিমশিম খাচ্ছি। তার ওপর গ্যাসের বাড়তি বিল বহন করা দুঃসাধ্য হয়ে পড়েছে। তিনি বলেন, প্রতি মাসে বিল দিলেও আমরা আমাদের প্রাপ্য গ্যাস পাচ্ছি না। এ সমস্যা সমাধানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সমিতির উপকমিটির সদস্য সচিব ও সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের রেজিস্ট্রার হাজী আনসার আলী বলেন, গ্যাসের দাবিতে আমরা নানা পদক্ষেপ নিলেও এতে কাক্সিক্ষত ফল পাওয়া যাচ্ছে না। কান্দাপাড়া পূর্ব উপকমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিনের এ যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। তিনি দ্রুত এ সমস্যা সমাধানে বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয়  এমপি এ কে এম শামীম ওসমানের কাছে সমস্যার সমাধান চান। কান্দাপাড়া সাহেবপাড়া বাড়িওয়ালা কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আমির হোসেন বলেন, এলাকাবাসী গ্যাস না পেয়েও গ্যাসের বিল দিতে হচ্ছে। বিল পরিশোধ করেও সিলিন্ডার গ্যাস কিনে ব্যবহার করতে হচ্ছে। ফলে একদিকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি এলাকায় গ্যাস না থাকায় ভাড়াটিয়ারা চলে যাচ্ছে অন্য এলাকায়। কান্দাপাড়া সাহেবপাড়া বাড়িওয়ালা কল্যাণ সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ভূঁইয়া বলেন, রাঘব বোয়ালরা আমাদের গ্যাস গ্রাস করে নিয়ে যাচ্ছে। কর্মকর্তাদের কাছে অভিযোগ দিলেও তারা সে মোতাবেক কোনো ব্যবস্থা নেয়নি। সে জন্য আমরা ক্ষতিগ্রস্ত। তিনি দ্রুততম সময়ের মধ্যে সুনির্দিষ্ট এলাকার ভুক্তভোগীদের গ্যাস প্রাপ্তির প্রত্যাশা পূরণের আহ্বান জানান। এ বিষয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মামুনুর রশীদ জানান, গ্যাস সংকটের কারণে এ সমস্যা হচ্ছে। যখন গ্যাসের চাপ বেশি থাকে তখন ওই এলাকায় ঠিকমতো গ্যাস পৌঁছাতে পারে। কিন্তু এখন চাপ কম থাকায় সব এলাকায় গ্যাস পৌঁছাতে পারছে না। আশা করছি এই সমস্যা খুব শিগগিরই সমাধান হয়ে যাবে।

সর্বশেষ খবর