বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার বৃদ্ধা ফিরে পেলেন স্বজন

ঠাকুরগাঁও প্রতিনিধি

পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার বৃদ্ধা ফিরে পেলেন স্বজন

অ্যাম্বুলেন্সে বাড়ি পাঠানো হয় বৃদ্ধাকে

ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ী এলাকায় পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার বৃদ্ধার পরিচয় মিলেছে। তিন মাস পর গতকাল ওই বৃদ্ধাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বৃদ্ধার নাম হাফিজা বেগম। তিনি নাটোর সদর থানার গোকুলনগর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। জেলা প্রশাসক কার্যালয়ে তাকে স্বামী ও সন্তানের হাতে তুলে দেওয়া হয়। একটি অ্যাম্বুলেন্সে বিনাখরচে পাঠানো হয় নাটোরে। চিকিৎসার জন্য দেওয়া হয় আর্থিক সহায়তা। তাকে গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন স্বামী শফিকুল ইসলাম। জেলা প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। ২০ জুন ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ীর একটি পরিত্যক্ত ভবনে পাওয়া যায় অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধাকে। তিনি প্রায় ১৫ দিন সেখানে অবস্থান করছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। তাৎক্ষণিক তিনি মহিলাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। তখন বৃদ্ধা নাম-পরিচয় বলতে পারেননি। কিছুদিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। পরে নির্বাচন কমিশন অফিস থেকে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নাম-পরিচয় পাওয়া যায়।

পরিবারের সদস্যদের খবর দিলে তারা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাড়িতে নিয়ে যান।

সর্বশেষ খবর