বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ছড়িয়ে পড়ছে লাম্পি স্কিন মরছে গবাদিপশু

সিরাজগঞ্জ প্রতিনিধি

ছড়িয়ে পড়ছে লাম্পি স্কিন মরছে গবাদিপশু

সিরাজগঞ্জের তাড়াশে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন রোগ। এতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গবাদি পশু। এ উপজেলায় গত এক মাসে লাম্পি স্কিনে আক্রান্ত অর্ধশতাধিক গরুর মৃত্যু হয়েছে। সাধারণ কৃষক ও খামারিরা আতঙ্কে রয়েছেন। সূত্র জানায়, তাড়াশ প্রাণিসম্পদ দফতরে দীর্ঘদিন ধরে পশু চিকিৎসক নেই। ভেটেরিনারি সার্জন, ইউএলএ, ভিএফএ, এফ.এ. (এ.আই), কম্পাউন্ডার, অফিস সহকারী, ড্রেসার ও অফিস সহায়কসহ ১০ কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য। ফলে গবাদি পশু সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে তাড়াশে অতিরিক্ত দায়িত্বে দেওয়া হয়েছে। তিনি সপ্তাহে এক-দুই দিন হাসপাতালে আসছেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার চিকিৎসক সংকটের কথা স্বীকার করে জানান, লাম্পি স্ক্রিন ভাইরাসজনিত রোগ। মশা-মাছির মাধ্যমে এ রোগ ছড়ায়। এ জন্য কৃষক ও খামারিদের আক্রান্ত পশুকে মশারির মধ্যে রেখে নাপা, বাইডেন দিয়ে পরিষ্কার ও সিরাপ খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

দিনাজপুরে বিপাকে খামারিরা : দিনাজপুর প্রতিনিধি জানান, চিরিরবন্দর উপজেলায় কয়েক মাস ধরে গরুর লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। এ রোগের প্রভাবে হাট-বাজারে গরুর দাম কমে যাওয়ায় মালিক ও খামারিরা বিপাকে পড়েছেন। উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যমতে, চিরিরবন্দরের ১২টি ইউনিয়নে এ পর্যন্ত ১৮৮টি গরু লাম্পি স্কিনে আক্রান্ত হয়েছে। মারা গেছে সাতটি। গরু ব্যবসায় জড়িত আফতাবউদ্দিন জানান, লাম্পি স্কিন রোগের কারণে হাটে ক্রেতা ও গরুর দাম কমে যাওয়ায় তারা দুশ্চিন্তায় রয়েছেন। পশু চিকিৎসকরা জানান, লাম্পি স্কিনে আক্রান্ত গরু প্রথমদিকে কিছুই খেতে চায় না। শরীরে জ্বর আসে। নাক-মুখ দিয়ে লালা বের হয় এবং পা ফুলে যায়। এরপর পুরো শরীরে দেখা দেয় গুটি।

সর্বশেষ খবর