বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কুমিল্লায় দুটি হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদন্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় দুটি হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদন্ড

কুমিল্লার বুড়িচংয়ে মনিরুল ইসলাম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রোজিনা খান গতকাল এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন জগতপুর গ্রামের আবদুল মালেক, মফিজুল ইসলাম, আবু ইউসুফ ও খোকন মিয়া। দন্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০০৩ সালের ৩১ আগস্ট বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মনিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দন্ডপ্রাপ্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিনা আক্তার মামলা করেন। এদিকে লাকসামে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে মহিন উদ্দিন নামে একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন গতকাল এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন- লাকসাম উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়ার আবদুল জলিল মিয়ার ছেলে মহিন উদ্দিন (২৮)। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাড. প্রদীপ কুমার দত্ত।

ফরিদপুর ও শরীয়তপুরে তিনজনের যাবজ্জীবন : ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামী সজিব শেখকে (২৯) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম গতকাল এ রায় দেন।  মেহেরপুরের গাংনী উপজেলার সাহেব নগর গ্রামের খাদেম ছৈরুদ্দীন হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারদন্ড দিয়েছেন আদালত। গতকাল জেলা দায়রা জজ আদালতের বিচারক শহিদুল্লাহ এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন-  ইমাদুল হক ও খোকন আলী।

সর্বশেষ খবর