বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ফেলে যাওয়া বস্তায় ৭ লাখ পিস ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

ফেলে যাওয়া বস্তায় ৭ লাখ পিস ইয়াবা

টেকনাফ ঝাউবাগানে ফেলে যাওয়া চারটি বস্তায় ৭ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুর রহমান গতকাল এ তথ্য জানান। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে গতকাল বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি ফিশিং বোট সমুদ্র থেকে সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া ঘাটে ভিড়ে এবং চারটি বস্তাসহ চারজন ব্যক্তিকে ঘাটে নামিয়ে বোটটি চলে যায়। বোট থেকে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেন। তারা বস্তাগুলো ফেলে দৌড়ে ঝাউবনের গহিনে পালিয়ে যায়। বস্তাগুলো তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৭ লাখ পিস ইয়াবা। জব্দ ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর