শিরোনাম
শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মাদকসেবীর আড্ডাখানা সরকারি শিশুপার্ক

লালমনিরহাট প্রতিনিধি

মাদকসেবীর আড্ডাখানা সরকারি শিশুপার্ক

লালমনিরহাটের পাঁচ উপজেলার মধ্যে আয়তন ও জনসংখ্যায় বড় কালীগঞ্জ। ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ কালীগঞ্জ উপজেলার আয়তন ২৩৭ বর্গ কিলোমিটার। প্রায় ৫ লাখ মানুষের বাস এখানে। উপজেলাটি শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে এগিয়ে থাকলেও নেই তেমন কোনো বিনোদনের স্থান। উপজেলার একমাত্র সরকারি শিশু পার্কটিতে শিশু সন্তান নিয়ে ঘুরতে এসে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। পার্কজুড়ে পড়ে আছে মাদকের খালি বোতল। সন্ধ্যা হলেই আনাগোনা বেড়ে যায় মাদকসেবীদের। ভয়ে অনেকে ছেলে-মেয়ে নিয়ে এখানে আসতে চান না। জানা যায়, কালীগঞ্জ উপজেলা পরিষদের পাশে আশির দশকে শিশুপার্কটি নির্মাণ হলেও এখন অনেকটা অযত্ন-অবহেলায় পড়ে আছে। এ সুযোগে মাদকসেবী ও জুয়াড়িরা আড্ডার স্থান হিসেবে বেছে নিয়েছে পার্কটি। সন্ধ্যা নামলেই শুরু হয় মাদক কেনাবেচা ও সেবন। সরেজমিন দেখা যায়, কয়েকটি দোলনা থাকলেও সেগুলোতে মরিচা ধরেছে। স্লিপারগুলোতে ওঠার কোনো অবস্থা নেই। চারদিকে জন্মেছে আগাছা। খসে পড়ছে সীমানাপ্রাচীরের পলেস্তারা। শিশুদের বিনোদনের জন্য পার্কটিতে নতুন রাইড সংযোজন করে সঠিক পরিচর্যার দাবি জানান স্থানীয়রা। পাশাপাশি বখাটেদের আড্ডা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। স্থানীয় সংবাদকর্মীরা বলছেন, কালীগঞ্জের একমাত্র বিনোদনের স্থান হলেও রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটি হারিয়ে যাচ্ছে। উপজেলা পরিষদ থেকে সম্ভব না হলে প্রাইভেট প্রতিষ্ঠান দিয়ে এর আধুনিকায়ন করার দাবি তোলেন তারা। কালীগঞ্জের ইউএনও জহির ইমাম বলেন, প্রতি বছর বাজেট দেওয়া হয়। কাজও হয়। সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ায় এমন অবস্থা হয়েছে। নতুন বছরে বেশি বরাদ্দ দিয়ে শিশুপার্কের জৌলুস ফেরানোর কথা বলেছেন তিনি।

সর্বশেষ খবর