শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আখাউড়ায় কেল্লা শহীদ (রহ.) ওরস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুরের প্রখ্যাত আউলিয়া হযরত শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রহ.) প্রকাশ শাহ্পীর কেল্লা শহীদ (রহ.) মাজার শরিফের সাত দিনব্যাপী বার্ষিক ওরস গতকাল শুরু হয়েছে। ১৪ আগস্ট সোমবার দিবাগত রাত ১২টায় মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত হবে। ১৬ আগস্ট ওরশের আনুষ্ঠানিকতা শেষ হবে। ওরস উপলক্ষে প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ধর্মীয় আলোচনা, জিকির, মিলাদ ও দোয়া। এ ছাড়া মাজার শরিফে আগত ধর্মপ্রাণ মুসলমান ইবাদত বন্দেগী করে সময় কাটাবেন। দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মানুষের সমাগম হয় মাজার এলাকায়। প্রতিদিন ভক্ত-আশেকানের মধ্যে বিতরণ করা হয় তবারক। মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম বলেন, সুষ্ঠুভাবে ওরস উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, ওরস চলাকালে পুলিশ ও আনসার বাহিনীর ছয় শতাধিক সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। আশাকরি বিগত বছরের মতো শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন হবে।

সর্বশেষ খবর