শিরোনাম
শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাল্যবিয়ের ঝুঁকির তালিকায় তৃতীয় সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশের ৬৪ জেলার মধ্যে সিরাজগঞ্জ বাল্যবিয়ের ঝুঁকিতে তৃতীয় স্থানে রয়েছে। এ জেলায় ১৮ বছরের নিচে ছেলেদের শতকরা ৬১.৫ এবং ১৫ বছরের নিচে ৩৮ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে। জেলা প্রশাসন আয়োজিত ও কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট সিএইচ ফোর ডি প্রকল্পের আওতায় গতকাল বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু-কিশোর-কিশোরীর জীবনমান উন্নয়নে জনগণের অংশগ্রহণ শীর্ষক পরিকল্পনা সভায় ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ এ তথ্য জানান। বাল্যবিয়ের ঝুঁকিতে প্রথম স্থানে রয়েছে মাগুরা এবং দ্বিতীয় চাঁপাইনবাবগঞ্জ। সভায় বক্তারা বলেন, আর্থিক অস্বচ্ছলতা, কিশোর-কিশোরীর প্রেম, সাধারণ মানুষের মধ্যে অসচেতনতার কারণে বাল্যবিয়ে বাড়ছে। বাল্যবিয়ের কারণে নাবালিকা মেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন।

সর্বশেষ খবর