শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শ্রমিক মৃত্যুর জেরে সড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শ্রমিক মৃত্যুর জেরে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় তেলবাহী লরির ধাক্কায় পারভিন আক্তার (৩০) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন গার্মেন্টের শ্রমিকরা। গতকাল সকালে আদমজী-চাষাড়া সড়কের ইপিজেডের গেটের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

সড়ক অবরোধের ফলে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দিলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেপরোয়াভাবে ভারী যানবাহনের চলাচলের কারণে প্রায় এ সড়কে দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়। গত বুধবারও সকালে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘বিচারের দাবিতে তারা ১০-১৫ মিনিটের মতো সড়কে অবস্থান করেছিল। আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই।’ শিল্পাঞ্চল পুলিশ-৪-এর (নারায়ণগঞ্জ) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ‘আমরা শ্রমিকদের বিচারের আশ্বস্ত করে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

সর্বশেষ খবর