শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুপানি

জয়পুরহাট প্রতিনিধি

সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুপানি

জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা এবং পয়ঃনিষ্কাশন নালার অবস্থা খুবই নাজুক। দুই পাশের বসতবাড়িগুলো উঁচুতে হওয়ায় সামান্য বৃষ্টিতে পাকা এ সড়কে জমে হাঁটুপানি। আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তলিয়ে যায়। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা। জানা যায়, ১৯২৮ সালে ওই এলাকায় হাতিয়র কামিল মাদরাসা ও ১৯৭২ সালে হাতিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন হয়। পাশাপাশি হাতিয়র তিনমাথা মোড়ে গড়ে ওঠেছে একটি বাজার। বাজারে রয়েছে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন যাতায়াত করে ২ হাজারের অধিক শিক্ষার্থী। এ ছাড়া বাজারে আসেন আশপাশের সাত-আটটি গ্রামের মানুষ। বর্ষা মৌসুমে এ রাস্তায় যাতায়াত করতে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। হাতিয়র বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, এখানকার মিল-চাতালের চাল এবং কৃষকদের উৎপাদিত ধান ও আলু প্রতিদিন জয়পুরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও দেশের অন্য জেলায় যায়। এলাকার একমাত্র সড়ক ও ড্রেনেজ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সামান্য বৃষ্টিতে সড়কটি ডুবে যায়। ব্যবসাপ্রতিষ্ঠানের ভিতর পানি ঢোকে। পানি জমে থাকায় বিভিন্ন অংশে পাকা সড়কের পিচ উঠে গেছে। গর্ত ও ড্রেনে ময়লা-আবর্জনা জমে আছে। বর্ষাকালে দুর্ভোগ চরমে ওঠে। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি বলেন, দুই পাশে উঁচু করে বসতবাড়ি নির্মাণ করায় রাস্তা নিচু হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তার উন্নয়নসহ অন্য সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর