শিরোনাম
রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সরকারি জায়গা থেকে উচ্ছেদ করা নিয়ে যুবলীগ নেতার নাটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে সরকারি জায়গা থেকে যুবলীগ নেতাকে উচ্ছেদ করায় তিনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার নাটক সাজিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই যুবলীগ নেতার শাস্তির দাবিতে গতকাল উপজেলা আওয়ামী লীগ বাজিতপুরে বিক্ষোভ ও দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। গত বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার মথুরাপুরে সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) জায়গা দখল করে ঘর উঠাতে গেলে স্থানীয় জনগণ বাধা দেয় এবং ঘরটি ভেঙে ফেলে। উপজেলা আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের ইন্ধনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পৌর এলাকার মথুরাপুরে সরকারি জায়গা দখল করে ঘর তোলেন। পরে স্থানীয় জনগণ এটা প্রতিহত করে। পরিস্থিতি ভিন্ন খাতে নিতে চক্রটি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি মেঝেতে নামিয়ে অবমাননা করা হয়েছে বলে অপপ্রচার চালায়। এ সময় উপজেলা আবদুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, সানোয়ার আলী শাহ সেলিম, রকিবুল হাসান শিবলী, কবীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সরকারি জায়গায় ঘর তোলার কথা স্বীকার করে বলেন, আগে কেউ বললে আমি ঘর উঠাতাম না।

 

সর্বশেষ খবর