রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সাব-রেজিস্ট্রার অফিস স্থানান্তর না করার দাবি

দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয় স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী এবং আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা। জানা গেছে, স্থানীয় মানিকাচর বাজার এলাকায় ভাড়াবাড়িতে দীর্ঘদিন ধরে চলছে সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম। এ বাজার এলাকায় সাব-রেজিস্ট্রার অফিসের জন্য ৩৩ শতাংশ জমি দেন তাজুল ইসলাম তাজ ও তার পরিবারের সদস্যরা। ২৫ জুন মেঘনা সাব-রেজিস্ট্রার অফিস স্থানান্তরের জন্য আইনমন্ত্রী বরাবর আবেদন করেন।

 এর প্রতিবাদে গতকাল দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জনস্বার্থে যেখানে বর্তমানে সাব-রেজিস্ট্রি অফিস আছে স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত এখানে রাখার দাবি করেন তারা। মানববন্ধনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, কুমিল্লা জেলা পরিষদ সদস্য কাইয়ুম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মো. মহসিন সোহাগ, হালিমা রহমান, বাতেন খন্দকার প্রমুখ।

সর্বশেষ খবর