সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কুষ্টিয়ায় বৃক্ষ নিধনের মহোৎসব

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বৃক্ষ নিধনের মহোৎসব

কুষ্টিয়ায় নির্বিচারে বৃক্ষ নিধনের মহোৎসব চলছে। শহরতলির কুমারগাড়া এলাকায় প্রভাবশালী একটি চক্র জিকে সেচ খালের দুই পাড়ের প্রায় ৬ শতাধিক ফলদ ও বনজ বৃক্ষ দেদার কেটে ফেলছে। নির্বিচারে বৃক্ষ নিধন চললেও এ যেন মগের মুল্লুক! দেখার কেউ নেই। নির্বিচারে বৃক্ষ নিধনের ঘটনার সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু তার পরও নির্বিচারে বৃক্ষ নিধন চলছেই। এ বৃক্ষ নিধনের সঙ্গে কুষ্টিয়া পৌরসভার একজন কাউন্সিলর ও সেচসম্প্রসারণ বিভাগের এক কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া বিসিকের পাশ দিয়ে বয়ে যাওয়া জিকে টি-৫ কে সেচ খালের দুই পাড়ের প্রায় দুই কিমি দীর্ঘ আয়তনের ফলজ ও বনজসহ ৬ শতাধিক গাছ কয়েক দিন ধরে নির্বিচারে নিধন করে আসছে স্থানীয় প্রভাবশলী মহল। গাছ নিধনের এ মহোৎসবে পানি উন্নয়ন বোর্ডের সেচ সম্প্রসারণ বিভাগের এক কর্মকর্তা ও স্থানীয় ২০ নম্বর পৌর ওয়ার্ড কাউন্সিলরের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। নির্বিচারে দ্রুত বৃক্ষ নিধনের জন্য ব্যবহার করা হচ্ছে ইলেকট্রিক করাত। কুমারগাড়া খালপাড়া এলাকার বাসিন্দা তরিকুল জানান, সপ্তাহ খানেকের বেশি সময় ধরে খাল পাড়ের গাছ কেটে প্রকাশ্য দিবালোকে ট্রলিবোঝাই করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। যারা এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে তাদের সামনে দাঁড়িয়ে কথা বলার দুঃসাহস কারও নেই। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কালভার্ট থেকে শুরু করে পূর্বদিকে প্রায় ১ কি মি দূরত্ব পর্যন্ত দুই পাশ দিয়ে কমপক্ষে ৬০০-৭০০ গাছ ছিল। লেবার দিয়ে কারেন্টের করাতের সাহায্যে দ্রুত সময়ের মধ্যে গাছগুলো কেটে ফেলে ট্রলিবোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ স্থানীয় কাউন্সিলর এজাজুল হাকিম, সেচ খালের সেচ সভাপতি বড়িয়া গ্রামের আবদুল খালেক এবং জিকে সেচ বিভাগের আফজাল হোসেনের নেতৃত্বে নির্বিচারে এ বৃক্ষ নিধনের মহোৎসব চলছে।  তবে বাপাউবো কুষ্টিয়ার সহকারী সেচ সম্প্রসারণ কর্মকর্তা আফজাল হোসেন অভিযোগ অস্বীকার করে দাবি করেন স্থানীয় বাসিন্দারা নিজ নিজ বাড়ির সামনের গাছ কেটে নিয়েছে। তিনি এ গাছ কাটার সঙ্গে জড়িত নন। কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এজাজুল হাকিম বলেন, ‘এইটার দায়িত্ব আমার না, এইটার সমিতি আছে, কে গাছ লাগাইছে, কে কাটেছে, এসব বিষয় আমি জানি না। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে সপ্তাহব্যাপী চলমান বৃক্ষ মেলা চলছে। এ বৃক্ষ মেলার মধ্যেই নির্বিচারে বৃক্ষ নিধন চলছে। এ ব্যাপারে কুষ্টিয়া সামাজিক বনায়ন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, পরিবেশ ও জীবন বাঁচাতে বনায়ন ও বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই।

সর্বশেষ খবর