সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

হত্যা মামলায় দুজনের মৃত্যুদন্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলা সাহেবনগর গ্রামের নার্গিস হত্যা মামলার দুই আসামিকে মৃতু্যুদন্ডের রায় দিয়েছেন আদালত। সেই সঙ্গে তিনটি ধারায় ৪০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ দন্ডাদেশ দেন। মৃতু্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো- গাংনী উপজেলা সাহেবনগর গ্রামের ফোরকান আলী ছেলে বাশারুল ইসলাম ও জামিল হোসেনের ছেলে ফরজ আলী। আসামি দুজনেই পলাতক রয়েছে। অন্য আসামি ইয়াকুব আলী ২০২১ সালে মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী শহীদুল হক। তিনি বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ২০১৮ সালের ৫ আগস্ট নারগিছ খাতুন নিখোঁজ হন। পরে তার মেয়ে তাসলিমা খাতুন বাদী হয়ে গাংনী থানায় একটি অপহরণ মামলা করেন। অপহরণ মামলা সন্দেহভাজন আসামি ফরজ আলিকে জিজ্ঞাসাবাদের পর বাসারুল ইসলামের বাড়ির সেপটি ট্যাংক থেকে নার্গিস খাতুনের কঙ্কাল উদ্ধার করে। ১৪ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ মামলায় দুজনের মৃতুুদন্ড প্রদান করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর