সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিএসএফের গুলিতে মাদক কারবারি আহত

ফেনী প্রতিনিধি

পরশুরামে বিএসএফের গুলিতে মাদক কারবারি আহতদের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে পৌর এলাকায় বাঁশপদুয়া সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে শাড়ি কাপড়সহ ভারতীয় পণ্য চোরাচালানের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে সে গুরুতর আহত হয়। স্থানীয় তাকে উদ্ধার করে প্রথমে ফেনীর একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানান, পৌর এলাকার উত্তর গুথুমা গ্রামের আনার উল্ল্যাহর ছেলে আবদুল হাকিম প্রকাশ চালাক শনিবার গভীর রাতে বাঁশপদুয়া গ্রামের উত্তরপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে শাড়ি কাপড় আনছিল। এ সময় ভারতীয় বিএসএফের একটি টহল দল চোরাকারবারিদের দেখে ধাওয়া করেন এবং গুলি ছুড়েন। এতে আবদুল হাকিমের চোখে গুলি লেগে সে গুরুতর আহত হন। ভারতীয় বিএসএফের গুলিতে গুরুতর আহত চালাককে তার সহযোগীরা উদ্ধার করে হাফেজ মেম্বারের বাড়িতে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।

২০২২ সালের ১৭ নভেম্বর বাঁশপদুয়া গ্রামের ওই সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি মেজবাহ নিহত হওয়ার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সীমান্ত দিয়ে প্রতি রাতে লাখ লাখ টাকা ভারতীয় শাড়ি কাপড় ও মাদক নামাচ্ছে চোরা কারবারিরা। গুলিতে আহত হওয়ার বিষয়টি স্থানীয় কাউন্সিলর নিজাম উদ্দিন সুমন ও বিজিবিসহ সবাই  কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

সর্বশেষ খবর