সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বেড়েছে সব সবজির দাম

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিসহ ডিম ও মুরগির দাম বেড়েছে। বিক্রেতাদের দাবি, আমদানি কম হওয়ায় বেড়েছে সব ধরনের সবজির দাম আর খাবার ও বাচ্চার দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে মুরগি ও ডিমের দাম। তবে ভোক্তাদের দাবি, ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে বাজারে বাড়ছে সব পণ্যের দাম। দাম নিয়ন্ত্রণে প্রয়োজন শক্ত বাজার মনিটরিং। মেহেরপুরে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। প্রতি কেজি আলু ৩৫ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

 ৫০ টাকার পিঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ২৫ টাকার বেগুন কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। গত সপ্তাহের পাঙাশ মাছ ১৬০ টাকা দরে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, তেলাপিয়া গত সপ্তাহে ১৭০ টাকায় বিক্রি হলেও দাম কমে এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। বিভিন্ন ধরনের দেশি মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। ডিম হালিতে ৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৬ টাকায়। তবে বাজার নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা বলছেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রতিনিয়ত মনিটরিং করছেন তারা। বিক্রেতারা বলছেন আমদানি কম হওয়ায় বেড়েছে সব ধরনের সবজির দাম। আর খাবার ও মুরগির বাচ্চার দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ব্রয়লার ও ডিমের দাম।  ক্রেতাদেরও অভিযোগ- এখনো সব ধরনের পণ্যের দাম চড়া। শক্ত বাজার মনিটরিংয়ের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করতে হবে। মেহেরপুর কৃষি বিপণন কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ম্যাজিস্ট্রেট স্বল্পতার কারণে আমাদের প্রতিনিয়ত বাজার মনিটরিং করা সম্ভব হচ্ছে না। তারপরও আমাদের প্রতিনিয়ত নজরদারি রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর