সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

তিন দিনের রোবোটিক্স কর্মশালা সমাপ্ত

সৈয়দপুর প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে তথ্যপ্রযুক্তির তিন দিনব্যাপী রোবোটিক্স কর্মশালা শেষ হয়েছে। গতকাল সকাল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমসহ রোবোট ও ড্রোনের বহুমুখী ব্যবহার এবং কর্মদক্ষতা দেখানো হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুব সমাজকে মানবিক জ্ঞান এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষতা উন্নয়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

এর আয়োজক ছিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিছু করি’। শহরের সুলতান নগরে ড্রিস প্লাস হোটেল মিলনায়তনে ১১ আগস্ট শুরু হয় রোবোটিক্স কর্মশালা। তিন দিনের এ কর্মশালা তিনটি সেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সরাসরি ও ভার্চুয়ালি তথ্যপ্রযুক্তি বিষয়ক আলোচনা করেন। এর পাশাপাশি স্লাইড প্রদর্শনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের সঙ্গে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ কর্মশালায় সৈয়দপুরের ৫৩টি স্কুল ও কলেজের ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনকে সামনে রেখে এ কর্মশালাটি পরিচালনা করা হয়। যাতে তরুণ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্ক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানব সম্পদ গড়ে ওঠে।

সর্বশেষ খবর