সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দুই জেলায় সড়কে পাঁচজন নিহত

প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার ধেরুয়া, কুরর্ণী ও শুভুল্যা স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হেলপার জুবায়ের হোসেন (২০), আবদুর রাজ্জাকের (৪৩) ও কামরুজ্জামান (৩০)। কামরুজ্জামান আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। যশোরের অভয়নগরে বিকালে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন যশোরের  সৈয়দ মোল্যা (৬১) ও অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর