সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

‘ক্রীড়ায় শেখ কামালের অবদান অনস্বীকার্য’

গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে যুব সমাজকে স্বাভাবিক জীবন ও বিশৃংখলা থেকে ফিরিয়ে এনেছিলেন। তাই ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় শেখ কামালের অবদান অনস্বীকার্য। তিনি বলেন শেখ কামাল ছিলেন মুক্তিযুদ্ধের একজন সংগঠক, ক্রীড়া ও সংস্কৃতিনুরাগী। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের যৌথ উদ্যোগে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাউবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সম্মেলন কেন্দ্রে এ সভায় সভাপতিত্ব করেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

সর্বশেষ খবর