বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শোক শ্রদ্ধায় সারা দেশে বঙ্গবন্ধুকে স্মরণ

প্রতিদিন ডেস্ক

শোক শ্রদ্ধায় সারা দেশে বঙ্গবন্ধুকে স্মরণ

সারা দেশে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোকর‌্যালি, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও কাঙালিভোজ।

কুমিল্লা : নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান। দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি। এদিকে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, সিটি মেয়র আরফানুল হক রিফাতসহ নেতা-কর্মীরা। এদিকে জেলার দাউদকান্দি, তিতাস ও মেঘনা উপজেলা আওয়ামী লীগ ছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর জীবন কর্ম নিয়ে আলোচনা সভা হয়। দিবসটি উপলক্ষে মেঘনার এমপি সেলিমা ইসলাম মেরীর উদ্যোগে বিভিন্ন স্থানে আয়োজন করা হয় কাঙালি ভোজের।

মানিকগঞ্জ : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন- জেলা প্রশাসক রেহেনা আক্তার, পুলিশ সুপার গোলাম আদাজ খান, পৌর মেয়র রমজান আলী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ব্রাহ্মণবাড়িয়া : শোকর‌্যালি শেষে বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধূরী এমপি, জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল-মামুন সরকার।

লক্ষ্মীপুর : জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। লক্ষ্মীপুর-২ আসনের এমপি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ।

রাজবাড়ী : জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ সভাপতি রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।

নরসিংদী : জয়বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুখ খান, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ ছাড়া দিনব্যাপী বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছিল নানা আয়োজন।

টাঙ্গাইল : জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, প্রেস ক্লাব সভাপতি জাফর আহমেদসহ সরকারি-বেসরকারি দফতরের প্রধানগণ। পরে দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

নেত্রকোনা : জেলা পুলিশ সুপার কার্যালয়ে ‘মুক্তির মহানায়ক’ নামে বঙ্গবন্ধুর প্রতিকৃতি (ম্যুরাল) উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। পরে জাতির জনকের প্রতিকৃতিতে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ। পরে আলোচনা সভা হয়।

জামালপুর : বকশীগঞ্জে সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তারের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে।

ভালুকা : ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভায় ইউএনও এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারী এমপি মনিরা সুলতানা মণি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

দুমকী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোকর‌্যালি শেষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান হয়। পূর্ণেন্দু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথি ছিলেন।

কুতুবদিয়া : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নে বঙ্গবন্ধু গেট সংলগ্ন বঙ্গমাতা-হাফেজখানা মাঠে কোরআন খতম, দোয়া-মাহফিল ও গণভোজ আয়োজন করা হয়। এ সময় বক্তৃতা করেন দক্ষিণ ধূরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ।

কেরানীগঞ্জ : ঢাকার কেরানীগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন শাহীন আহমেদ। উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, ম. ই মামুন প্রমুখ।

সোনারগাঁ : নারাযণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার।

সর্বশেষ খবর