বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

দেশের বিভিন্ন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া কিশোরগঞ্জে র‌্যাবের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছয় সদস্যসহ আটজন আহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল : বাবুগঞ্জ উপজেলায় লরির ধাক্কায় থ্রি-হুইলারের যাত্রী বৃদ্ধ আলী আকবর (৭০) নিহত হয়েছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আলী আকবর উজিরপুর উপজেলার গাজীর পাড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় নিহতের স্ত্রী সাফিয়া বেগম (৬০) আহত হয়েছেন।

টাঙ্গাইল : দেলদুয়ারে কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশা চালক নিহত ও একজন আহত হয়েছেন। দুপুরে উপজেলার মুশরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশা চালক জওশন মিয়া (৩০) উপজেলার আটিয়া ইউনিয়নের চালা আটিয়া গ্রামের বাসিন্দা।

ফরিদপুর : নগরকান্দায় অজ্ঞাত বাসের চাপায় নাঈম মোল্লা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরের দিকে নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চরযশোরদি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নাঈমের বাড়ি সালথা উপজেলার চর বল্লভদি গ্রামে।

গাজীপুর : চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ায় অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মুরগিবাহী এক পিকআপের হেলপার নিহত হয়েছেন। গতকাল ভোররাতে সিটি করপোরশেনের পোড়াবাড়ি বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোখলেছ (২২) টাঙ্গাইলের ঘাটাইল থানার শোলাগড়া সাগরদী এলাকার সমর আলীর ছেলে।

কিশোরগঞ্জ : র‌্যাবের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফলের আড়তে ঢুকে গিয়ে ছয় র‌্যাব সদস্যসহ আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহে পাঠানো হয়েছে। গতকাল ভোরে শহরের একরামপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। র‌্যাব ও স্থানীয় সূত্র জানায়, ধোবাউড়া থেকে ইমদাদুল ও মোফাজ্জল নামে মাদক মামলার দুই আসামিকে নিয়ে র‌্যাবের গাড়িটি কিশোরগঞ্জ র‌্যাব কার্যালয়ে যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফলের আড়তে ঢুকে যায়। এতে ছয় র‌্যাব সদস্য ও মাদক মামলার দুজন আসামি আহত হন। দুর্ঘটনায় র‌্যাবের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। র‌্যাবের কোম্পানি কমান্ডার সবুজ রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়িতে থাকা সবাই কম বেশি আহত হয়েছেন।

সর্বশেষ খবর