বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সম্প্রসারণ হচ্ছে সেই পাইলট স্কুল ভবনের

ফেনী প্রতিনিধি

সম্প্রসারণ হচ্ছে সেই পাইলট স্কুল ভবনের

সম্প্রসারণ হচ্ছে পরশুরাম সরকারি পাইলট হাইস্কুলের ভবন। সম্প্রতি স্কুলটি পরিদর্শন করেছেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরে নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত ছিদ্দিকা। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, ফেনী-১ আসনের এমপি শিরীন আখতারের প্রতিনিধি মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। নির্বাহী প্রকৌশলী বলেন, স্কুলটি সম্পর্কে আমরা জানতাম না। পত্রিকার মাধ্যমে জেনেছি শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে। বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের জরাজীর্ণ ভবনে ক্লাস করানো যুক্তিসঙ্গত হয়নি। শ্রেণিকক্ষ সংকট রয়েছে ঠিকই, তারপরও তাদের তিনটি কক্ষ খালি ছিল। আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে ভবন সম্প্রসারণ করে শ্রেণিকক্ষ সংকট দূর করা হবে।

প্রধান শিক্ষক বলেন, ফেনী-১ আসনের এমপি শিরীন আখতার সকালে মুঠোফোনে কল দিয়ে আগামী দুই মাসের মধ্যে ভবনের ঊর্ধ্বমুখী সম্পাসারণ ও নতুন ভবন বরাদ্দ দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ইউএনও একই প্রতিশ্রুতি দিলেন। উল্লেখ্য, গতকাল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় ফলাও করে ছবি ছাপানো হয়। ক্যাপশন দেওয়া হয় ‘ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হয় ওদের’। পত্রিকাটির অনলাইন ভার্সনেও এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ খবর