বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিতু মৃধা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বোয়ালমারী উপজেলার পৌরসদরে এ ঘটনা ঘটে। মিতু মৃধা উপজেলার গুনবহা গ্রামের বিল্লাল মৃধার ছেলে। পুলিশ জানায়, হাসিবুর বিশ্বাসের বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করতে যান মিতু মৃধা। সেখানেই দুর্ঘটনার শিকার হন।

এ সময় নারিকেল গাছের একটি ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে। সেই ডালটি সরাতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তিনি মারা যান। এ ব্যাপারে নারিকেল গাছটির মালিক হাসিবুর রহমান বলেন, এটা একটা দুর্ঘটনা। নারিকেল গাছ পরিষ্কার করার জন্য তাকে দিনমজুর হিসেবে নেওয়া হয়। গাছ পরিষ্কারের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কে এম মাহমুদ রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস ছামাদ খান বলেন, নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবক নিহত হন। বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাত বলেন, নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিতু মৃধা মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর