শিরোনাম
বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কুড়িগ্রামে নদনদীর পানি বৃদ্ধি ফসলের খেতে পানি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে নদনদীর পানি বৃদ্ধি ফসলের খেতে পানি

দুই দিনের অবিরাম বর্ষণ ও উজানের পানির ঢলে কুড়িগ্রামের সবকটি নদনদীর পানি ক্রমেই বেড়ে চলেছে। তবে গতকাল দুপুরে তিস্তা নদীর পানি অনেক বাড়লেও তা বিকালে কমতে শুরু করে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার রাত ৯টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার সকালে তা কমে বিপৎসীমার ৩৯ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হয়। বিকাল ৩টায় স্থানীয় পাউবো জানায়, তিস্তার পানি কমে বিপৎসীমার ১৭ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হয়। এ ছাড়া ভাটিতে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানিও অনেক বেড়ে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হয়। ফলে এসব নদনদীর নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়ে পড়েছে। আকস্মিক তিস্তা নদীর পানি অনেক বেড়ে যাওয়ায় নদী অববাহিকার মানুষজন পড়েছে বিপাকে। এভাবে বাড়তে থাকলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে মারাত্মক ক্ষতির আশঙ্কা এসব এলাকার মানুষের। এদিকে, পানি বৃদ্ধির ফলে নদীপাড়ের নিম্নাঞ্চলে সদ্য রোপণকৃত আমনসহ বিভিন্ন জমির ফসল নিমজ্জিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, এ পর্যন্ত ৩৩৫ হেক্টর জমির আমন ও ৫০ হেক্টর জমির সবজি খেত পানিতে নিমজ্জিত হয়েছে। তবে এখনো মারাত্মক ক্ষতির সম্ভাবনা নেই বলে জানায় এ অফিস। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ঢাকার পানিভবনের উদ্ধৃতি দিয়ে জানান, দেশে ও উজানে ভারী বৃষ্টিপাত কমে আসার কারণে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি হ্রাস পেতে পারে।

 

 

সর্বশেষ খবর