বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

খানাখন্দে ভরা সড়কে জনদুর্ভোগ

আফজাল, টঙ্গী

খানাখন্দে ভরা সড়কে জনদুর্ভোগ

গাজীপুরের টঙ্গী-কালিগঞ্জ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। সামান্য বৃষ্টিতে বেহাল অবস্থা গুরুত্বপূর্ণ এ সড়কের। প্রায়ই যানবাহনের চাকা গর্তে আটকে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট।

সরেজমিন ঘুরে দেখা যায়, টঙ্গী-কালিগঞ্জ সড়কের টঙ্গী স্টেশন রোড, মাঝুখান, পূবাইল, মিরের বাজার, নিমতলী রেললাইন এলাকা, টিঅ্যান্ডটি কে-টু ফ্যাক্টরি, হাতিম গ্রুপের কারখানার সামনে, টিঅ্যান্ডটি বাজার জাতীয় পার্টির অফিসের সামনে, আমতলী জাবান হোটেল, শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর পাশে, সমবায় কমপ্লেক্সের সামনে রয়েছে বড় বড় গর্ত। এসব স্থানে লেগুনা, ইজিবাইক, অটোরিকশা উল্টে ঘটছে হতাহতের ঘটনা। উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তামান্না আক্তারকে নিয়ে প্রতিদিন কলেজে যান তার মা কামরুন্নাহার। তিনি বলেন, টিঅ্যান্ডটি আমতলী এলাকায় সড়কে গর্ত থাকায় যান চলে ধীরে। এতে মেয়েকে নিয়ে সঠিক সময়ে স্কুলে পৌঁছানো কঠিক হয়ে পড়ে। এনা পরিবহন বাসের চালক মুসলেম উদ্দিন বলেন, ঢাকা থেকে সুনামগঞ্জে নিয়মিত যাত্রী নিয়ে যাতায়াত করি। টঙ্গী-কালিগঞ্জ সড়কে খানাখন্দের কারণে ১০ মিনিটের রাস্তা পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। এ কারণে যাত্রীরা প্রায়ই আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলী বলেন, এই সড়কের আমতলী, টিঅ্যান্ডটি বাজার, নিমতলীসহ বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে গেছে। সড়কটি সিটি করপোরেশনের আওতাধীন নয়, এটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। এখানে আমাদের কিছু করার নেই। সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার বিষয়টি জানিয়েছি। টঙ্গী সড়ক উপ-বিভাগের প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা বলেন, নিমতলী থেকে স্টেশনরোড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। বর্তমানে বৃষ্টির জন্য কাজ বন্ধ আছে। বৃষ্টি কমলে আবার শুরু হবে।

সর্বশেষ খবর