বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

খানাখন্দে ভরা দেড় কিলোমিটার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে দেড় কিলোমিটার সড়কজুড়ে রয়েছে অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হন পথচারীরা। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। উপজেলার মুজিব কলেজ-সলংগা ১৯ কিলোমিটার সড়কের পাথার চৌরাস্তা থেকে জয়বাংলা বাজার পর্যন্ত দেড় কিলোমিটারের এমন বেহাল দশা।

সরেজমিন দেখা যায়, দেড় কিলোমিটার সড়কের কার্পেটিং, বিটুমিন ও খোয়া উঠে সৃষ্টি হয়েছে গর্ত। বৃষ্টি হলেই গর্তে জমে পানি। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করছে বিভিন্ন মাল ও যাত্রীবাহী যানবাহন। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার না হলে সখীপুর ও গাজীপুরের শ্রীপুর উপজেলার সাধারণ মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় ব্যবসায়ী রিগান আহমেদ বলেন, সখীপুর থেকে কালমেঘা হয়ে গাজীপুর ও ঢাকা যাওয়ার একমাত্র এ সড়ক দিন দিন ব্যবহারের অনুপোযোগী হয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে সড়কটির সংস্কার চাই। পথচারী হাফেজ উদ্দিন বলেন, কালমেঘা হয়ে গাজীপুর যাওয়ার দেড় কিলোমিটার সড়ক যেন যাত্রীদের জন্য ‘মরণফাঁদ’।

সর্বশেষ খবর