বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ডিভোর্স দেওয়ায় ভাঙচুর-লুটপাট

কুষ্টিয়া প্রতিনিধি

একই বিদ্যালয়ে পড়াশোনার সুবাদে কিশোর (১৬) কিশোরীর (১৫) পরিচয় থেকে গড়ে ওঠে প্রণয়ের সম্পর্ক। একপর্যায়ে জন্মনিবন্ধন সনদ জাল করে নোটারী পাবলিক করে আদালতের মাধ্যমে বিয়ে করেন তারা। যা আইনগতভাবে অবৈধ। এরপর কথিত বিয়ের মাত্র তিন মাসের মাথায় তাদের বনিবনা না হলে কিশোরকে ডিভোর্স দেন কিশোরী। ডিভোর্স দেওয়ার পর থেকেই ওই কিশোরীকে পথেঘাটে উত্ত্যক্ত করতে থাকে কিশোর। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই বিরোধের জেরে কিশোরীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহম্মদপুর গ্রামে গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। গতকাল বিকাল ৩টার দিকে ওই কিশোর, তার মা, বাবাসহ পাঁচজনের নামে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ও থানায় লিখিত অভিযোগ করেন কিশোরীর বাবা। বিকালে সরেজমিন কিশোরীর বাড়িতে গিয়ে দেখা যায়, টিনের বেড়া, ফ্রিজ, সেলাই মেশিনে ভাঙচুরের ক্ষতচিহ্ন। এলোমেলো ঘরের আসবাবপত্র। এ সময় কিশোরী বলেন, প্রেম করে গেল ১২ রমজানে আমাদের কোর্টের মাধ্যমে বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে আমার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন খুব মারধর করতো। সেজন্য গত ৩১ জুলাই আমি ডিভোর্স দিয়েছি। তবুও ও (স্বামী) পথেঘাটে খুব বিরক্ত করে, বিভিন্ন হুমকি দিয়ে আসছে। কিশোরীর বাবা বলেন, ডিভোর্স দেওয়ার কারণে ছেলে পক্ষ তার বাড়িতে মঙ্গলবার বিকালে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

সর্বশেষ খবর